টেকনাফ বিশেষ জোন, টেকনাফ, কক্সবাজার কর্তৃক চলমান মাদক বিরোধী অভিযানে ১কেজি মেথামফিটামিনযুক্ত ক্রিস্টালমেথ বা আইস সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
১) ঘটনার তারিখঃ ১৯/০৯/২০২৪ খ্রি।
২) ঘটনাস্থলঃ টেকনাফ উপজেলা হসপিটাল গেইটের উত্তর পাশে ভাই ভাই কুলিং কর্ণার নামীয় দোকানের সামনে রাস্তার উপর,টেকনাফ কক্সবাজার মহাসড়ক,থানা টেকনাফ,জেলা কক্সবাজার।
৩) বিষয়ঃ এজাহার।
4) ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ ফিরোজ আলম (৪৭) নামীয় আসামীকে ১ কেজি মেথামফিটামিনযুক্ত ক্রিস্টালমেথ বা আইস সহ গ্রেফতার করা হয়েছে।
5) আটককৃত ব্যক্তির পরিচয়ঃ ফিরোজ আলম (৪৭), পিতা-মৃত ওসমান গনি মাতা-মেহের খাতুন সাং-ডেইল পাড়া, ওয়ার্ড নং-০৬, টেকনাফ সদর ইউপি,টেকনাফ,কক্সবাজার
6) গৃহীত আইনগত ব্যবস্থাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১)সারণির ১০ গ ধারায় টেকনাফ মডেল থানায়
একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস